এবার করোনা কেড়ে নিলো একুশে পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা এস এম মহসীনকে।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাদ আসর জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে এস এম মহসীনকে দাফন করার কথা রয়েছে। তার আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে দেয়া হবে গার্ড অব অনার।
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশন নাটকের একজন শক্তিমান অভিনেতা ছিলেন এস এম মহসিন। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরীর ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মহসীন।
নাট্যকলায় অসামান্য অবদানের জন্য ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
/এইচ.এ/

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |